Spread the love

আজকের বাংলা রহস্যময় গল্পটির মূল কেন্দ্রে রয়েছে একটি কাপল যাদের বিবাহ হয়েছিল ভালবেসেই। তাদের সাথে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা নিয়েই আজকের গল্পটি।

বাংলা রহস্যময় গল্পঃ- “দুঃস্বপ্ন”

জানো সেদিন আমি খুব খুশি হয়েছিলাম যেদিন তুমি আমার হাত ধরে সবার সামনে বলেছিলে এই ছেলেটিকে ছাড়া আমি বেঁচে থাকবো ঠিক কিন্তু সেটা হবে জীবন্ত লাশের সমান । কথাটা শুনে সত্যিই সেদিন মনে হয়েছিল আমার সব আত্মত্যাগ এর মর্যাদা তুমি দিয়েছ। সত্যিই তুমি শ্রেষ্ঠ প্রেমিকা।

তাহলে সেই দিনের দেওয়া সব কথা গেলো কোথায়?

সবার সামনে মাথা উঁচু করে আমার হাত টা ধরে যখন বেরিয়ে গিয়েছিলে, সেইসব দিনগুলো হারিয়ে গেলো কীভাবে তোমার কাছে ?

এলোমেলো চুল দলিয়ে তুলি , বড়ো বড়ো চোখ করে , চোখ গুলো পাকিয়ে বলতে শুরু করলো-

আমি তোর রক্ত খাবো আ আ আ আ মি মি মি হি হি হি হি , রক্ত রক্ত তোর গলা চিরে রক্ত খাবো ।

কথাটা শুনে নির্মল আতকে উঠলো । ভয়ে তার বুকের রক্ত হিম হওয়ার অবস্থায় । সেই সময় তুলি তার কানের কাছে এসে গাইতে শুরু করলো

” ও রক্ত খাবো কতদিনে

আমার প্রিয় মানুষের জীবনে “

নির্মল আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে গেলো।

বাংলা রহস্যময় গল্প
বাংলা রহস্যময় গল্প

এই নির্মল আর তুলির এক গ্রামেই বাড়ি ছিল। এমনকি বাড়ি গুলিও ছিল তাদের পাশাপাশি। শুধু মাত্র পার্থক্য ছিল এটাই ,তুলির বাবা ছিলেন দলীয় নেতা আর প্রচুর সম্পত্তির মালিক , অন্যদিকে নির্মল এর বাবা ছিলেন দিন মজুর , কোনোরকম দিন আনি দিন খায় করে তাদের সংসার চলত।

তুলি বাড়ির ছাদ থেকে প্রতিদিন লক্ষ্য করতো নির্মল তাদের ওই ভাঙ্গা কুঁড়ে ঘরে কীভাবে একটি খাটিয়ার ওপর বসে মনোযোগ সহকারে পড়াশোনা করে আর প্রতিবার স্কুলের প্রথম হয়। তবে নির্মল কোনোদিন তুলি কে সে নজরে দেখেনি। বামন হয়ে চাঁদে হাত বাড়াবো এমন ধারণা তার কোনোকালেই ছিল না। কিন্তু তুলির মনে ধীরে ধীরে বেড়ে ওঠা নির্মল কে নিয়ে অনুভূতি গুলো কোন সময় ভালোবাসায় পরিণত হলো সেটা সে অজান্তেও টের পেলো না।

এরই মধ্যে মাধ্যমিকে বোর্ড এ ষষ্ঠ স্থান অধিকার করলো নির্মল বিশ্বাস। তুলির বাবা নেতা হওয়ার খাতিরে খবরের কাগজে বিরাট করে ছবি ছাপালো তার সাথে নির্মলের।

এরপর থেকেই নির্মল এর বাড়ি যাতায়াত করা, এমনকি তার মেয়েকেও পড়াশোনায় সহযোগিতা করার কথা তুলির বাবা নির্মলকে জানালো।কিন্তু নির্মল প্রথমে রাজি না হলেও পরে তুলিকে পড়ানো শুরু করলো। দেখতে দেখতে পেরিয়ে গেলো পাঁচ পাঁচটা বছর।

🌐পড়ুনঃ- তাজমহল সম্পর্কে যে তথ্যগুলি খুব কম মানুষ জানেন।

তখন তুলি নির্মল এর সম্পর্কটা অন্যদিকে মোড় নিয়েছে। তারা একে অপরকে ভালোবেসে , একসাথে ভবিষ্যৎ গড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে ।

তুলির বাবা এসব ব্যাপারে টের পেয়ে তাদের আলাদা করার জন্য তুলিকে বিদেশ পড়তে পাঠিয়ে দিতে চাইলে , তুলি নির্মলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। কারণ এই বিদেশে পড়ার অফার নির্মল আ পেয়েছিল , শুধু মাত্র তুলির জন্যই সে দেশে থেকে গেছে।

তুলির বাবার অমতে তুলি বেরিয়ে গেলে , তিনি হন্যে হয়ে মেয়ের খোঁজ শুরু করেন , তবে কোথাও তিনি খোঁজ পান না। তারা দুজনেই ভিন্ন রাজ্যে গিয়ে তাদের সংসার শুরু করে। এক বছরের মধ্যেই নির্মল কেন্দ্রীয় বাহিনী তে কাজ পায় আর তুলিকে খুলে দেয় একটি রেস্টুরেন্ট। দুইজন মিলে নিজেদের মত করে সুখে থাকতে শুরু করে।

rohossomoy-swopn-golpo
রহস্যময় স্বপ্ন গল্প

হঠাৎ নির্মলের ইলেকশন এর ডিউটি পড়লে তাকে অন্য জায়গায় যেতে হয়। আর তারপর যখন সে বাড়ি ফেরে ,তখন থেকেই সে তুলির মধ্যে প্রচুর পার্থক্য লক্ষ্য করে।

যে তুলি নির্মল কে চোখে হারাত সেই তুলি নির্মল কে কথায় কথায় মারত হুমকি দেয়। নির্মলকে তার কাছেও ঘেঁষতে দেয় না। কথা কথায় নির্মলের সাথে প্রচণ্ড রকম অশান্তি শুরু করে আর ডিভোর্স দেওয়ার কথা বলে।

নির্মল ব্যাপার গুলো কিছুতেই মেনে নিতে না পেরে , সে তুলির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তুলি তার সাথে কোনো কথা ছাড়াই , বাড়ি ছেড়ে রেস্টুরেন্ট এ চলে যায় ।

দিন টা ছিল অমাবস্যা , ঠিক তখন রাত ১২ টা বাজবে , হঠাৎ নির্মলের ফোন টা বেজে উঠে, ওপার থেকে তুলির কাতর কণ্ঠে তাকে ডাকার আওয়াজ শুনে নির্মল তড়িঘড়ি তুলির রেস্টুরেন্টে চলে যায়।

আর গিয়ে দেখতে পায় তুলি কোনো স্বাভাবিক অবস্থায় নেই। তার শরীরের পোশাক ছিন্নভিন্ন চুল গুলো উষ্কখুষ্ক হয়ে সামনে এলানো, চোখ গুলো রক্তাভ লাল ছায়ায় মোড়া ।

🌐পড়ুনঃ- এই ধাঁধা গুলি সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

এসব দেখে সে তুলিকে আগের কথা , তার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে আসার কথা মনে করাতে থাকে। কিন্তু তুলি তাতে কোনো পরিবর্তন হয় না । এরপর আতঙ্কে নির্মল অজ্ঞান হয়ে গেলে তার পরের দিন সকালে তার জ্ঞান ফেরে , সে দেখে তার শরীর থেকে তার গলা কেটে বাদ দিয়েছে তুলি । পুলিশ আর অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে। তুলি পাগলের মত তার রক্ত গুলো জিভ দিয়ে চেটে যাচ্ছে ।

সে বুঝতে পারে সে মৃত। অর্থাৎ তুলি তাকে হত্যা করে ফেলেছে কাল রাত্রে। নির্মল বুঝতে পারে তুলি স্বাভাবিক অবস্থায় নেই। তার অতৃপ্ত আত্মা হদিস পায়, তুলির বাবা এক তান্ত্রিকের সাহায্য নিয়ে , নিজের মেয়ের হাতে জামাইয়ের হত্যা করানোর পরিকল্পনায় কালা জাদু করেছিল। আর নির্মল যখন বাইরে কাজের জন্য গিয়েছিল তখন তুলির বাবা এসে তুলির ওপর এসব করে গেছে। তাই তুলি এমন পাগল হয়ে নিজের ভালোবাসার মানুষটাকেই হত্যা করে ফেলেছে।

হঠাৎ টেবিল ক্লক টা বেজে উঠে , নির্মল হাঁসফাঁস করে ঘুম থেকে উঠে পড়ে, চেয়ে দেখে সে তার নিজের শরীরেই রয়েছে আর তুলি , সে তো তার বুকের ওপর বিভোর ঘুমে মগ্ন ।

Bengali horror story
Bengali horror story

সে ফোন হাতে নিয়ে দেখে , সামনেই তার ইলেকশন এর ডিউটি জন্য বাইরে যেতে হবে বলে অফিস থেকে ম্যাসেজ এসেছে। নির্মল বুঝতে পারে এতক্ষণ ধরে সে যেটা দেখছিল পুরোটাই ছিল তার দুঃস্বপ্ন। আর তার তুলি বাচ্চা শিশুর মতোই তার কোলে ঘুমাচ্ছে তারমানে মেয়েটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। একদিন ভেবে সে তুলির কপালে চুমু খেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কিছু ভাবতে থাকে।

আর তারপর ইলেকশন এর ডিউটি তে সে তার স্ত্রী কে সঙ্গে করেই নিয়ে যায়। আর এক মুহূর্ত ও তুলিকে সে চোখের আড়াল হতে দেবে না বলেই সিদ্ধান্ত নেয়।

🌐পড়ুনঃ- একজন মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প

আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে- 

ফেসবুক- মুক্তাক্ষর 

টেলিগ্রাম- মুক্তাক্ষর 

WhatsApp Group- মুক্তাক্ষর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top