আজ মজার মজার অসাধারণ কিছু বুদ্ধির ধাঁধা নিয়ে আসা হয়েছে। ছবিতে থাকা পার্থক্য গুলি খুঁজে বের করতে পারলে আপনি সত্যি জিনিয়াস। আপনার সুবিধার্থে প্রতিটি ছবির ধাঁধার পরে উত্তর গুলি দিয়ে দেওয়া হয়েছে। চলুন দেখি আপনি ছবিতে থাকা পার্থক্য গুলি খুঁজে বের করতে পারেন কি না!
Table of Contents
বুদ্ধির ধাঁধা:-
ছবির ধাঁধাঃ-১
টম ও জেরির কার্টুন তো আমরা সকলেই দেখেছি। পারবেন কি এই কার্টুন থেকে জিজ্ঞাসা কড়া একটি ধাঁধার সমাধান করতে! নীচের ছবিটি ভালোভাবে দেখুন যেখানে টম এবং জেরি বই পড়ছে।
উপরের ছবিটির উপর ভিত্তি করে বলতে পারবেন নীচের ছবিটি ও উপরের ছবিটির মধ্যে পার্থক্য কি! নীচের ছবি ও উপরের ছবিটির মধ্যে সাতটি পার্থক্য রয়েছে। এই সাতটি পার্থক্যের মধ্যে আপনি কতগুলো পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন তা জানাতে ভুলবেন না যেন।
আপনার বোঝার সুবিধার্থে দুটি ছবিকে একসাথে দেওয়া হল। দেখুন তো ছবি দুটির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারেন কি না!
ধাঁধার উত্তর-
কতগুলি পার্থক্য খুঁজে পেলেন আপনি! চলুন আপনার উত্তর মিলিয়ে নিন। ছবি দুটির মধ্যে যে পার্থক্য গুলি আছে সেগুলি লাল রঙের গোল দিয়ে চিহ্নিত করে দেখানো হলো-
ছবি দুটির মধ্যে যে পার্থক্য গুলি রয়েছে সেগুলি হলো- নীচের ছবিতে, জেরির একটি কান নেই। আবার জেরির লেজটিও এটিতে মিসিং। টমের মুখের একটি লোম নেই। সাথে টম যে বই টি পড়ছে সেই বইটির লেখা গুলি নীচের ছবিতে নেই। এমনকি নীচের ছবিতে টমের হাতে থাকা বইটির চারকোনা বক্সটিও নেই। ঠিক একইভাবে টমের পাশে থাকা বইটিরও চারকোনা বক্স টি মিসিং। সবশেষে পেনটির হোল্ডারটিও নীচের ছবিতে মিসিং।
পড়ুনঃ- অসাধারণ কয়েকটি ছোট ছোট মজার গল্প
আশা করি আপনি সবগুলি উত্তর বুঝে গেছেন। চলুন এবার আরেকটি ছবি দেখা যাক-
ছবির ধাঁধাঃ-২
উপরের ছবি দুটির মধ্যে নয়টি পার্থক্য রয়েছে। আপনাকে প্রথম ছবিটির সঙ্গে দ্বিতীয় ছবিটি তুলনা করে দেখতে হবে প্রথম ছবিটির সঙ্গে দ্বিতীয় ছবিটির কোথায় কোথায় পার্থক্য রয়েছে। যদি আপনি পার্থক্য গুলি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি সত্যি জিনিয়াস।
পড়ুনঃ- জীবন বদলানো সেরা দুটি শিক্ষণীয় গল্প
🌐🌐 এরকম আরও পোস্ট পেতে টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন।
ধাঁধার উত্তর-
আপনি কি উপরের ছবি দুটির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন! ছবি দুটির মধ্যে থাকা পার্থক্য গুলি লাল সার্কেল দিয়ে দেখানো হল-
ছবি দুটির মধ্যে থাকা পার্থক্য গুলি হলো- পাশের ছবিটির আলমারিতে সবুজ রঙের কাপড় টি নেই। সিনারি তে মেঘ নেই। স্কেটিং জুতোর শেষের চাকাটি নেই। দ্বিতীয় ছবিতে উড়তে থাকা মাছিটিও নেই। বিছানার উপরে থাকা মোজাটি দ্বিতীয় ছবিতে নেই। এমনকি বিছানার যে উপরের দণ্ড সেটিও নেই দ্বিতীয় ছবিতে। ব্যাগ টির লাল রং নেই। র্যাকেট এর নেট দ্বিতীয় ছবিতে ডিপ। বলের উপরের হলুদ দাগ টি নেই।
আপনি কতগুলো পার্থক্য খুঁজে পেয়েছেন। কমেন্টে অবশ্যই জানাবেন।
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে- ফেসবুক- মুক্তাক্ষর টেলিগ্রাম- মুক্তাক্ষর WhatsApp Group- মুক্তাক্ষর