অসাধারন কিছু বাছাই করা ইমোশনাল স্ট্যাটাস বাংলা তে নিয়ে আসা হয়েছে আজ। এই আবেগী ক্যাপশন গুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। ছবি সহ এই ইমোশনাল ক্যাপশন গুলি নিয়ে আসা হয়েছে।
এই লেখাতে যা থাকছে-
সেরা ইমোশনাল স্ট্যাটাস বাংলাঃ-
১. শুধু মাত্র আমাদের বালিশ জানে এই পৃথিবী থেকে কত বিপুল পরিমাণে ইমোশন আমরা লুকিয়ে রেখেছি।
২. কাউকে হার্ট করা ঠিক ততটাই সহজ ঠিক যতটা সহজ সমুদ্রে একটি পাথর ছুড়ে দেওয়া। কিন্তু সেই পাথর সমুদ্রের কতটা গভীর পর্যন্ত যেতে পারে সে ধারণা কি কারোর থাকে!
৩. আমার অনুভূতি শুধু মাত্র আমার মধ্যেই রাখার একটি বড় কারণ হল আমি সেগুলিকে প্রকাশ করতে পাড়ি না।
৪. নিঃসন্দেহে আমি আমার প্রিয়জনের কষ্ট অনুভব করতে পারি ।
৫. জীবনে সব থেকে কঠিন মুহূর্ত কি জানেন! সেই ব্যক্তিটিকে চিরবিদায় জানানো যার সাথে আপনি আপনার জীবনের বাকি সময়টা কাটাতে চেয়েছিলেন।
৬. কখনো কখনো সুন্দর একটা হাসি দিয়ে চোখের জল চেপে রেখে নিজেকে ভালো দেখানোর অভিনয় করে যেতে হয়।
৭. ভালোবাসা খুব ভয়ংকর এটি যেমন একজন মানসিক রোগীকে সুস্থ করতে পারে, তেমনই একজন সুস্থ মানুষকে মানসিক রোগীও বানিয়ে দিতে পারে।
৮. আত্মার কখনো আকস্মিক মিলন সম্ভব নয়।
৯. সে আমাকে পাগল ভাবে কিন্তু বোঝে না যে আমি ব্যথিত।
১০. ভালোবাসি বলা সহজ , কিন্তু ভালোবাসার মূল্য দেওয়া কঠিন ।
পড়ুনঃ- একটি অসমাপ্ত কষ্টের প্রেমের গল্প
ইমোশনাল ক্যাপশন বাংলাঃ-
১. কতই না ভালো হত যদি আমি আবার সেই দিনটাতে ফিরে যেতে পারতাম যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি। আমি তোমার দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতাম আর আমাকে আজ এত কুঁড়ে কুঁড়ে শেষ হতে হত না।
২. যদি তুমি আমার মন পড়তে পারতে তাহলে হয়ত তোমার চোখ ভিজে যেত।
৩. সবসময় সরি বলতে নেই, কখনো কখনো হ্যাঁ আমি এটা করেছি তাতে কি হয়েছে, এরকম বলতেও শিখতে হয়।
৪. আবেগ গুলো বন্দী ছিল মনের চিলেকোঠায় উড়লো তারা ডানা মেলে তোমার ভালোবাসায়।
৫. যখন রেগে থাকবেন তখন রিপ্লাই দেবেন না, হাসিখুশি থাকা অবস্থায় কাউকে কথা দেবেন না।
৬. একটা মানুষ ভিতরে ভিতরে কতটা ভেঙে গেছে তাকে ভালো না বাসলে বুঝতে পারবেন না।
৭. পৃথিবীর সব থেকে সুন্দর ফিলিং হল আপনার জন্য কেউ একজন সুখী সেটা জানতে পারা।
৮. এই তুমি টা আর তোমার নেই …. যেটা আছে সেটা শুধু আমার।
৯. সব থেকে কঠিন মুহূর্ত হল সেই মুহূর্তটি যখন আপনি জানেন যে পরের অধ্যায়ে সে থাকবে না কিন্তু তবুও বইয়ের পৃষ্ঠা উল্টে যেতেই হয়।
১০. আমি জানি আমি স্ট্রং। কিন্তু স্ট্রং হয়েও আমি ভেঙে পরি, যখন আমি কাউকে আমার একমাত্র অপশন হিসেবে বেছে নিই আর সে আমাকে শেষ অপশন হিসেবে বেছে নেয়।
Bengali emotional status:-
১. ভালোবাসি বলেই অপেক্ষা করি
ঠিক যেভাবে চাতক পাখি বৃষ্টির অপেক্ষা করে।
২. আপনি যতই ভালো হোন না কেন, কারোর না কারোর গল্পে আপনি অবশ্যই একজন ভিলেন।
৩. একজন মানুষ যত দ্রুত ছেড়ে চলে যায় তার প্রতি থাকা ইমোশন গুলিও যদি তত দ্রুত ছেড়ে চলে যেত তাহলে হয়ত বিচ্ছেদে মানুষ আত্মহত্যা করত না।
৪. ভেঙে গিয়েও দাঁড়িয়ে উঠা প্রতিটি ব্যক্তির সফলতার পিছনে কাউকে উদ্দেশ্য করে একটি গোপন ম্যাসেজ দেওয়া থাকে, যে ম্যাসেজ শুধু মাত্র যাকে উদ্দেশ্য করে দেওয়া সেই শুধু বুঝতে পারে।
৫. ছোট বেলায় পেনসিল এর লেখা ভুল সহজে মুছতে পারলেও জীবনের ভুল গুলো মুছে ফেলার কোনো যন্ত্রই পেলাম না
৬. আমি তোমাকে বলেছিলাম আমার দুর্বলতা কি, কিন্তু তুমি সেই দুর্বলতা কে কাজে লাগাবে সেটি জানা ছিল না।
৭. হৃদয়ের ডিলিট করতে না পারা অনুভূতি গুলি মনে জমা হয় আর কান্না হয়ে বেড়িয়ে আসে।
৮. দিনশেষে ‘প্রমিজ’ শুধু মাত্র তিন অক্ষরের একটা শব্দ।
৯. নদীর ন্যায় জীবন কারোর জন্য থেমে থাকে না । জীবন স্রোত ঠিক পৌঁছে দেয় তার ঠিকানায়
১০. আপনি কারো চোখ থেকে পড়া জল মুছে ফেলতে পারলেও তার হৃদয়ের বেদনাকে মুছে ফেলতে পারবেন না।
১১. সেই পুরোনো তুমি টাকে আজ বড্ড মিস করি, সেই পুরোনো তুমি টা ছিলে আমার আবেগ আমার অনুভূতি।
১২. কিছু মানুষ আছে যারা তাদের ফ্রি সময়ে আপনার সাথে কথা বলবে, আবার কিছু মানুষ আছে যারা আপনার সাথে কথা বলার জন্য তাদের সময় ফ্রি করবে।
১৩. তার হাসির কারণ যদি নাই হতে পারী তবে কান্নার কারণ কেন হবো ?
১৪. যাকে ভালোবাসো তার ভালো দিক টুকু নয় সাথে সাথে তার খারাপ দিক টুকুকেও মানিয়ে নিতে শেখো।
১৫. সেই পুরোনো আমি টাকে দারুণ ভাবে মিস করি, সেই পুরোনো আমি যখন আমি খুব হাসিখুশি ছিলাম সেই পুরোনো আমি যখন আমি নিজের মত করে বাঁচতাম। মাঝে তুমি এলে, আজ তুমি নেই আর আমার সেই পুরোনো আমিও নেই।
১৬. আমার জীবনের সব সমস্যা আমার হাসির পিছনে লুকিয়ে রেখেছি। আমার এই হাসির পিছনে রয়েছে আকাশ সমান অভিমান কিন্তু তার সেই অভিমান সম্পর্কে তোমার বিন্দুমাত্র ধারণা নেই।
১৭. আমি তোমাতে আসক্ত নিকোটিন মেশানো তোমার হাসি আর ক্যাফেন মেশানো তোমার চাহনি তে আমি আসক্ত ।
১৮. আমি জানি তুমি আমাকে ছেড়ে যাবে না কিন্তু বিশ্বাস করো তবুও আমি তোমাকে হারানোর ভয় পাই।
১৯. চোখ থেকে পড়তে থাকা অবিরাম জলও পড়তে পড়তে থেমে যায় সে বুঝে যে তাকে চুপ করানোর মত কেউ নেই।
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে- ফেসবুক- মুক্তাক্ষর টেলিগ্রাম- মুক্তাক্ষর WhatsApp Group- মুক্তাক্ষর