Spread the love

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী থাকছে আজকের লেখাটিতে। এই লেখাটিতে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিরহের উক্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে উক্তি। লেখা সম্পর্কিত মতামত জানান কমেন্ট বক্সে।

রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীঃ-

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তি-

জীবন বদলানো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তি গুলি আপনার জীবনে প্রেরণা জোগাবে।

১. মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।

২. তথ্য সে আর যাই হোক না কেন, সত্য কিন্তু একটিই হয়।

rabindranath thakurer jibon niye bani
rabindranath thakurer jibon niye bani

৩. মানুষের সেবাই আসলে ঈশ্বরের সেবা।

৪. উপদেশ দেওয়া তো অনেক সহজ কাজ, কিন্তু উপায় বলে দেওয়া অনেক কঠিন।

৫. আমাদের ঈশ্বর জীবন দিয়েছেন, আর আমরা এই জীবন দিয়ে এটাকে কমানোর চেষ্টা করি।

৬. মৃত্তিকার বন্ধন থেকে মুক্তি গাছের পক্ষে কোনোভাবেই স্বাধীনতা নয়।

৭. বন্ধুত্বের গভীরতা কখনোই পরিচয়ের দীর্ঘতার উপর নির্ভর করে না।

rabindranath-thakurer-sikkhamulok-ukti
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তি

৮. আমরা স্বাধীনতা কখন পাই জানেন, যখন আমরা এর পর্যাপ্ত মূল্য দিতে পাড়ি ঠিক তখনই।

৯. যদিও ফুল একাই থাকে, কিন্তু তাই বলে সে কক্ষনোই কাঁটাকে দেখে হিংসা করে না, কারণ সেও জানে কাঁটা তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ।

rabindranath thakurer ukti jibon niye
rabindranath thakurer ukti jibon niye

১০. ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তা হলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়।

rabindra nath thakur ukti in bengali
rabindra nath thakur ukti in bengali

১১. যদি আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকেই দেখে থাকেন, তাহলে আপনি কোনোদিনও সমুদ্র পাড় হতে পারবেন না।

১২. প্রতিটি নবজাতক শিশুই এই বার্তা বয়ে আনে যে, ঈশ্বর এখনও মানুষের উপর নিরাশ হয়ে যান নি।

rabindra nath tagore quoes bangla
rabindra nath tagore quoes bangla

১৩. ধুলো তাঁর অপমান সহ্য করার ক্ষমতা রাখে এবং এর বিনিময়ে সে আবার ফুল উপহার দেয়।

১৪. মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।

১৫. সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন।

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তি

১৬. ফুল একত্রিত করার জন্য থেমে যেও না, আগে চলতে থাকো, দেখবে তোমার চলার পথেই অজস্র ফুল ফুটে রয়েছে।

১৭. বিশ্ববিদ্যালয় হল মহাপুরুষ নির্মাণের কারখানা, আর অধ্যাপক হলেন সেই মহাপুরুষ নির্মাণের কারিগর।

১৮. নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।

rabindranath thakurer jibon niye ukti
rabindranath thakurer jibon niye ukti

১৯. চাঁদ তাঁর সুন্দর আলো সম্পূর্ণ আকাশ জুড়ে ছড়িয়ে দেয়, কিন্তু তাঁর দেহের কলঙ্ক সে নিজের কাছেই রেখে দেয়।

২০. প্রজাপতি মাস নয় বরং এক একটি মুহূর্তকে গণনা করে। আর এই কারণেই তাঁর কাছে পর্যাপ্ত সময় থাকে।

পড়ুনঃ- চিয়া সিডের কার্যকারিতা জানলে চোখ উঠবে কপালে!

রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তিঃ-

রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তি গুলিতে খুঁজে পাবেন কিছুটা অপ্রকাশিত আর কিছুটা অপ্রকাশিত প্রেমের পরশ।

১. পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই, প্রথম জীবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময়ে অপ্রকাশিতই থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়।

২. ভালবাসা কথাটা বিবাহ কথার চেয়ে অধিক বেশি জ্যান্ত।

৩. ক্ষমাই যদি করতে না পার তবে তাকে ভালোবাস কেন?

রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তি

৪. বন্ধুত্বের গভীরতা কখনোই পরিচয়ের দীর্ঘতার উপর নির্ভর করে না।

৫. প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।

৬. ভালোবাসা হল একমাত্র বাস্তবতা, এটি শুধু আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হল একটি চিরন্তন সত্য যা যেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়েই থাকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীরবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী

৭. গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।

৮. সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কামরিচের মতো।

৯. একবার স্বপ্ন দেখেছিলাম আমরা অপরিচিত কিন্তু জেগে উঠে দেখলাম আমরা একে অপরের প্রিয়।

sikhkhamulok ukti rabindranath thakur
sikhkhamulok ukti rabindranath thakur

১০. যখন তুমি আমার দিকে তাকাও , তখন আমার হৃদয়ে গোধূলির ছায়া নেমে আসে , আর তারাগুলি জ্বলতে শুরু করে ।

১১. সেই মুহূর্তে নির্জন নিস্তব্ধ জানালায় আমরা প্রথম বারের মত একে অপরকে চুমু খেলাম । মন্দিরের সন্ধ্যার ঘণ্টা বেজে উঠলো সাথে সাথে আকাশ ভরে উঠলো

১২. আমি প্রস্থান করলে আমার চিন্তাগুলো তোমার নিকটে আসুক তারার নীরবতার প্রান্তে সূর্যাস্তের পরের আলোর ন্যায় ।

১৩. তুমি হাসলে কিন্তু আমার সাথে কিছুই বললে না , তারপর আমি অনুভব করলাম যে এর জন্যই হয়ত আমি দীর্ঘকাল অপেক্ষা করছিলাম।

১৪. তুমি তোমার ভালোবাসা উপহার দিয়ে আমার এই বিশ্বকে পূর্ণ করেছ ।

robi thakurer ukti bangla
robi thakurer ukti bangla

পড়ুনঃ- ৪০+ টি বাছাই করা ইমোশনাল স্ট্যাটাস

রবীন্দ্রনাথ ঠাকুরের বিরহের উক্তিঃ-

রবি ঠাকুরের লেখায় বিরহ বেদনা থাকবে না সেটা কি হয়! থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরহের উক্তি।

১. আজকাল সবাই যেটাকে ভালবাসা বলে সেটা একটা স্নায়ুর ব্যামো – হঠাৎ চিড়িক মেরে আসে, তারপর ছেড়ে যেতেও তর সয় না।

২. পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।

robi-thakur biroher ukti
robi-thakur biroher ukti

৩. প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

৪. ভাবছি তোমাকে পাওয়া হয়ে গেলে কি হত। হয়ত তোমাকে দেখতে দেখতে মনটা ভরে যেত, নীল শাড়িতে একটি নীল পরী আমার চারপাশে ঘুরঘুর করত, বুকের ভেতর তুমিহীনতার টনটন ব্যথাটা আর থাকত না।

৫. যদি আপনি শুধু এটা ভেবেই কাঁদেন যে, আপনার জীবন থেকে সূর্য সমতুল্য কিছু বা কেউ দূরে সরে গেছে, তাহলে আপনার চোখের জল আপনাকে নক্ষত্র খচিত আকাশের তারা দেখতেও বাঁধা প্রদান করবে।

৬. তুমি আমার হৃদয়েই লুকিয়ে ছিলে কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি, আমি বাইরে খুঁজলেও কখনো তোমাকে আমার মধ্যে খুঁজে দেখিনি।

৭. লোকে ভুলে যায়, দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।

পড়ুনঃ- জীবন বদলানো অসাধারণ শিক্ষণীয় গল্প

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে উক্তিঃ-

জীবন বৃত্তান্তে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে উক্তি গুলি নীচে দেওয়া হল-

১. নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে।

২. যা কিছু আমাদের, তা আমাদের কাছে ঠিক তখন পৌঁছায় যখন আমরা তা গ্রহণ করার মত উপযুক্ত ক্ষমতা বিকশিত করি।

৩. কোনো শিশুর জ্ঞানকে আপনার নিজের জ্ঞান ভাণ্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, কারণ তাঁর জন্ম এক সময়ে আর আপনার জন্ম আরেক -সময়।

৪. যারা সর্বদা ভালো করতেই ব্যস্ত থাকে, তারা নিজেরা ভালো হওয়ার সময় পায় না।

৫. সর্বোচ্চ শিক্ষা হল সেই শিক্ষা, যেটি শুধু আমাদের তথ্য সম্বলিত জ্ঞানই প্রদান করে না, বরং তাঁর সাথে সাথে আমাদের জীবনকে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে।

rabindranath thakurer valobasar ukti
rabindranath thakurer valobasar ukti

৬. শুধু শুধু তর্ক করা ব্যক্তির মস্তিষ্ক আসলে ছুড়ির মত। অর্থাৎ যেখানে শুধুই ব্লেড আছে। আর এই ব্লেডটির ব্যবহারকারীকেও আহত করে ফেলে।

৭. কাঁচা আমের রসটা অম্লরস— কাঁচা সমালোচনাও গালিগালাজ। অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দেওয়ার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হয়ে উঠে।

৮. হাল ছাড়ব না, কিন্তু কোন দিক বাগে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি ও বুদ্ধিসংগত তার একটা জবাব না দিই তবে, মুখে যতই আস্ফালন করি, ভাষান্তরে তাকেই বলে হাল ছেড়ে দেওয়া।

৯. যদি আপনি শুধু এটা ভেবেই কাঁদেন যে, আপনার জীবন থেকে সূর্য সমতুল্য কিছু বা কেউ দূরে সরে গেছে, তাহলে আপনার চোখের জল আপনাকে নক্ষত্র খচিত আকাশের তারা দেখতেও বাঁধা প্রদান করবে।

১০. থালার মধ্যে রাখা জল সব সময় চকচক করে, কিন্তু সমুদ্রের জল সর্বদা গাঢ় রঙের হয়ে থাকে। কিঞ্চিৎ সত্য কথা সর্বদাই স্পষ্ট, কিন্তু গাঢ় সত্য সর্বদা নীরব এবং অনুজ্জ্বল।

rabindranath thakurer bani
rabindranath thakurer bani

১১. অসম্পূর্ণ শিক্ষা আমাদের দৃষ্টি নষ্ট করে দেয়—পরের দেশের ভালোটা তো শিখতে পারিই না, নিজের দেশের ভালোটাও দেখার শক্তি চলে যায়।

১২. দেশপ্রেমই আমাদের শেষ আধ্যাত্মিক সমর্থন হতে পাড়ে না, আমার আশ্রয় হল মানবতা। আমি হীরার দামে কক্ষনোই কাচ কিনতে যাব না, আমি যতদিন বেঁচে আছি মানবতার উপর দেশপ্রেমের জয় হতে দেব না।

১৩. বিদ্যা যে দেবে এবং বিদ্যা যে নেবে তাদের উভয়ের মাঝখানে যে সেতু সেই সেতুটি হচ্ছে ভক্তিস্নেহের সম্বন্ধ। সেই আত্মীয়তার সম্বন্ধ না থেকে যদি কেবল শুষ্ক কর্তব্য বা ব্যবসায়ের সম্বন্ধই থাকে তা হলে যারা পায় তারা হতভাগ্য, যারা দেয় তারাও হতভাগ্য।

১৪. তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।

১৫. সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করনি।

১৬. স্বার্থ জিনিসটা যে কেবল নিজে ক্ষুদ্র তা নয়, যার প্রতি সে হস্তক্ষেপ করে তাকেও ক্ষুদ্র করে তোলে।

jibon niye rabindranath thakurer ukti
jibon niye rabindranath thakurer ukti

১৭. তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য।

১৮. নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নেই।

১৯. সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে।

২০. সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে।

২১. কৃতকার্য হওয়ার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবল দৈবক্রমেই কৃতকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতকার্যতাটা একটা বিষম বালাই।

২২. প্রত্যেক দেশের যুবকদের উপর ভার রয়েছে সংসারের সত্যকে নূতন করে যাচাই করে নেওয়া, সংসারকে নূতন পথে বহন করে নিয়ে যাওয়া, অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। প্রবীণ ও বিজ্ঞ যাঁরা তাঁরা সত্যের নিত্য নবীন বিকাশের অনুকূলতা করতে ভয় পান, কিন্তু যুবকদের প্রতি ভার আছে তারা সত্যকে পরখ করে নেবে।

পড়ুনঃ- জীবনকে সুন্দর করে তোলা কিছু সাইকোলজিক্যাল টিপস

২৩. গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।

২৪. আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছি যে, জীবন আনন্দে ভরপুর। জেগে উঠে দেখি জীবন আসলে কর্ম। এরপর আমি নেমে পরলাম আর আমার কাজের মধ্যেই আনন্দকে খুঁজে পেলাম।

২৫. মন যেখানে ভয় শূন্য আর মস্তিষ্ক যেখানে উঁচু সেখানে জ্ঞান সম্পূর্ণ ভাবে মুক্ত।

আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে- 

ফেসবুক- মুক্তাক্ষর 

টেলিগ্রাম- মুক্তাক্ষর 

WhatsApp Group- মুক্তাক্ষর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top